সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণে গত কয়েক বছর ধরেই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)।
সব কাটিয়ে ফের অভিনেত্রীর জীবনে বসন্তের ছোঁয়া। যদিও এর মধ্যেই তাঁর নাম জড়িয়েছিল সালমন খান ঘনিষ্ঠ বান্টি সচদেভের সঙ্গে। কিন্তু সেই বান্টিও এখন অতীত। রিয়ার জীবনে এসেছে নতুন প্রেম।
রিয়ার প্রেমিক শিল্পপতি নিখিল কামাত। স্টার্ট আপ সংস্থা 'জ়িরোধা'র কর্ণধার। নিখিলই রিয়ার জীবনে রঙের ছোঁয়া এনে দিয়েছেন বলে সূত্রের দাবি।
আরও পড়ুন - 'জওয়ান' মুক্তির আগে বৈষ্ণোদেবীতে শাহরুখ, মধ্যরাতে সারলেন প্রার্থনা
তবে, শিল্পপতি ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেত্রী তথা বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের একদা প্রেমিক। তাঁর প্রেমেই মজেছেন সুশান্তের এককালীন প্রেমিকা রিয়া চক্রবর্তী।