মা হলেন অভিনেত্রী রিচা চাড্ডা। আলি ফজলের ঘরে এল ফুটফুটে সন্তান। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে এই সুখবর ভাগ করে নিয়েছেন এই বলি তারকা দম্পতি। তাঁরা জানিয়েছেন, গত ১৬ জুলাই ফুটফুটে রাজকন্যা এসেছে তাঁদের ঘরে।
সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করেছেন আলি?
আলি সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, 'গত ১৬.০৭.২৪ তারিখে একটি সুস্থ শিশু কন্যা সন্তানের বাবা-মা হয়েছি আমরা। খুবই আনন্দিত আমরা। আমাদের পরিবারের লোকেরাও খুব খুশি। আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ তাঁদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য।' এই সুখবর ভাগ করে নিলেও এখনও কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনেননি দু'জনে। এমনকি কোনও ছবিও ভাগ করে নেননি তাঁরা।
'ফুকরে' ছবির সেটে রিচা চাড্ডা এবং আলি ফজলের দেখা হয়েছিল। এরপর ২০২০ সালে তাঁদের চারহাত এক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির ধাক্কায় পিছিয়ে যায় বিয়ের অনুষ্ঠান। দু’বছর পর ঘর বাঁধেন তাঁরা।২০২২ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রথমে আইনি বিয়ে সারেন তাঁরা। এরপর ৪ অক্টোবর লখনউতে গাঁটছড়া বাঁধেন এই জুটি। গত ফেব্রুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন রিচা। সম্প্রতি নিজেদের ম্যাটারনিটি শুটের ছবিও ভাগ করে নিয়েছিলেন।
ক্যাপশনে রিচা লিখেছিলেন, 'একা লাগছে বলে অস্বস্তি হচ্ছে। কারণ, আমি আর একা নই। সব সময় নিজের মধ্যে একটি প্রাণ অনুভব করছি, তাঁরই ফুটে ওঠার অপেক্ষায় রয়েছি।'