বলিপাড়ায় একের পর এক চুরির ঘটনা সামনে আসছে। রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য, সোনু নিগমের পর এবার শিল্পা শেট্টির বাড়িতে হয়ে গেল ডাকাতি। মুম্বই পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহেই অভিনেত্রীর জুহুর বিলাসবহুল বাসভবনে ডাকাতি হয়েছে। ইতিমধ্যেই দুইজনকে আটক করেছে মুম্বই পুলিশ।
Meyebela: কঠিন চ্যালেঞ্জ নিয়েও বন্ধ হয়ে যাচ্ছে 'মেয়েবেলা', কী বললেন রূপা এবং ধারাবাহিকের পরিচালক ?
গত সপ্তাহে জুহুতে শিল্পা শেঠির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একটি অভিযোগের ভিত্তিতে, জুহু থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন শিল্পা শেট্টি।