২০শে জানুয়ারি কলকাতায় শো করার কথা ছিল সলমন খানের। কিন্তু সেই শো বাতিল করেছিলেন ভাইজান। প্রশ্ন উঠছে নিরাপত্তার কারণেই কি শো বাতিল করেছিলেন তিনি? এদিকে শনিবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি মেল পেয়েছেন অভিনেতা। জানা গিয়েছে রোহিত গর্গ নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ওই মেল এসেছিল। পিটিআই সূত্রে খবর, অভিনেতাকে হুমকি দেওয়ার অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে IPC ধারা 506(2), 120(b) এবং 34 এর অধীনে বান্দ্রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই হুমকি পাওয়ার পর ভাইজানের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা।
Covid-19 Update: করোনা চিকিৎসায় ব্যাক্টেরিয়া সংক্রমণ ছাড়া অ্যান্টিবায়োটিক নয়, নির্দেশিকা কেন্দ্রের
প্রথমে জানানো হয়েছিল জায়গা জনিত সমস্যার কারণে ওই শো বাতিল হয়েছে। এখন এই হুমকি-আবহে দাবি করা হচ্ছে, নিরাপত্তাজনিত সমস্যাতেই সেই অনুষ্ঠান হয়নি শেষ অবধি। বিষ্ণোই, বর্তমানে ভাটিন্ডা জেলে বন্দী, এবং গোল্ডি ব্রার পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যা মামলায় অভিযুক্ত।