ফের সলমন খানকে (Salman Khan) 'হুমকি' । এবার সামনাসামনি দেখা করতে হবে ভাইজানকে । তা না হলে 'ঝটকা' খেতে হবে । সম্প্রতি, ইমেল-এর মাধ্যমে এই হুমকি (Salman Khan gets threat) চিঠি পাঠানো হয়েছে বলি অভিনেতাকে । ঘটনায় অভিনেতার তরফে অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বই পুলিশে । ইমেলটি পরীক্ষা করে দেখছেন তাঁরা ।
জানা গিয়েছে, অফিসের কাজের জন্য সলমন যে ইমেল আইডি ব্যবহার করেন সেখানেই মেলটি পাঠানো হয়েছে । মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মেলটি এসেছে । ওই হুমকি মেল-এ লেখা রয়েছে, "গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) কথা বলতে চায় তোর বস সলমনের সঙ্গে। ...কথা বলিয়ে দিস। কথা হবে মুখোমুখি। এখনও হাতে সময় আছে। তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে শুধু ঝটকা দেব ।" উল্লেখ্য, গোল্ডি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ । ইমেলে হুমকি পাওয়ার পরই সলমনের ম্যানেজার প্রশান্ত গুন্জলকর মুম্বই পুলিশে লরেন্স-সহ গোল্ডি এবং মোহিতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ।
আরও পড়ুন, Anurag Thakur on OTT : ওটিটি-তে সৃজনশীলতার নামে অশ্লীলতা ! কড়া পদক্ষেপের বার্তা অনুরাগ ঠাকুরের
সম্প্রতি, লরেন্স জেলে বসেই এক সাক্ষাৎকারে সরাসরি সলমনকে খুন করার হুমকি দিয়েছেন । এমনকি, তিনি এও বলেছেন, সলমনকে খুন করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য । লরেন্সের এই সাক্ষাৎকারের প্রসঙ্গ ইমেলের হুমকি চিঠিতেও রয়েছে ।