দীর্ঘ ৪ বছর পর মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা জুটির নতুন ছবি 'পাঠান'(Pathaan Movie Release)। যা নিয়ে কার্যত উত্তেজনায় ফুটছেন এই দুই তারকার ভক্তরা। বুধবার দিনভর দেশের বিভিন্ন প্রান্তে উন্মাদনায় মাতলেন শাহরুখ-দীপিকার ভক্তরা।
বুধবার ভাইরাল(Pathaan Viral Video) হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সিনেমা হলে 'পাঠান'-এর গানে জমিয়ে নাচছেন শাহরুখ-দীপিকার ভক্তরা। বেশ কিছু জনের হাতে রয়েছে 'পাঠান' সিনেমার পোস্টার। ঝড়ের গতিতে এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তরতরিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও।
আরও পড়ুন- ECI on Voter List: ১৭ হলেই ভোটার হতে আবেদন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে খুশি দেশের তরুণ প্রজন্ম
দীর্ঘদিন পর বড়পর্দায় কিং খানের (Shah Rukh Khan) কামব্যাক। তাই, 'পাঠান'(Pathaan)-এর ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করতে চাননি শাহরুখ অনুরাগীরা। কোথাও বাজি-পটকা ফাটিয়ে চলল 'পাঠান বরণ'। আর কলকাতার বুকে রীতিমতো মিছিল করলেন শাহরুখ ভক্তরা। রাসবিহারী মোড় থেকে হাজরা পর্যন্ত 'পাঠান ঝড়' সামাল দিতে হিমশিম খায় কলকাতা পুলিশ। সকাল ১০ টায় 'বসুশ্রী' প্রেক্ষাগৃহে ছিল পাঠানের প্রথম শো। শাহরুখ ভক্তদের আর্জি ছিল সময়ের আগেই খুলে দেওয়া হোক হল।