জয়সলমীর জমজমাট ! সূর্যগড়ের হোটেলে আজ, রবিবার প্রাথমিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির বিয়ে। শনিবার সকালে পরিবার ও ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকে সঙ্গে নিয়ে রাজস্থান উড়ে গিয়েছিলেন কিয়ারা। আর সন্ধ্যায় দিল্লি থেকে বিয়ে করতে রওনা দিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সঙ্গে ছিলেন বরের পরিবারও।
অল দ্য বেস্ট। বিয়ের আগেই মেয়েকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন কিয়াররা বাবা জগদীপ আডবানি। কিয়ারার সঙ্গেই রাজস্থান গিয়েছেন অভিনেত্রী মেক-আপ, নিজস্ব ফোটোগ্রাফার এবং বিশাল ব্যক্তিগত নিরাপত্তরক্ষীরা।
আজ, রবিবার সূর্যগড়ের হোটেলেই হবে মেহেন্দি, সঙ্গীত এবং হলদির অনুষ্ঠান। সোমবার সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ ও কিয়ারা। সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে গালা পার্টি, তার আগে রাজস্থানে বিয়েতে হাজির থাকতে পারেন সস্ত্রীক শাহিদ কাপুর, বরণ ধাওয়ান, করণ জোহর, এবং রামচরণের মতো তারকারা।