সপ্তাহখানেক আগে কোর্ট ম্যারেজ করেছিলেন। বৃহস্পতিবার দিল্লিতে গ্র্যান্ড রিসেপশন অভিনেত্রী স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের। দিল্লিতে স্বরার পরিবারের পক্ষ থেকে রিসেপশনের আয়োজন করা হয়। আগামী ১৯ মার্চ বরেইলিতে ফাহাদের পরিবারের পক্ষ থেকে আরও একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে স্বরা ও ফাহাদের রিসেপশনে আমন্ত্রিতদের তালিকায় আছেন অভিনেত্রী সোনম কাপুর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অনেক বড় নাম। এর আগে সোশ্যাল মিডিয়ায়,হলদি, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন স্বরা নিজেই। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি, স্বরা ভাস্কর প্রথম কোর্ট ম্যারেজের কথা ঘোষণা করেন অভিনেত্রী স্বরা। তাঁদের কীভাবে পরিচয়, কীভাবে এই সফর, সবটাই লেখেন তিনি।