আজ শনিবার, দক্ষিণের তারকা আল্লু অর্জুনের জন্মদিন। তারআগে শুক্রবার মুক্তি পেল পুষ্পা টু-এর টিজার এবং পোস্টার। আর মুক্তি পেতেই স্বাভাবিক ভাবেই ঝড় তুলল সোশাল মিডিয়া। পরিসংখ্যান বলছে, মাত্র এক ঘণ্টায় এই ছবি টিজার দেখেছেন ৩০ লাখের বেশি মানুষ। সেইসঙ্গে নায়কের নতুন রূপ দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। পোস্টারে দেখা যাচ্ছে দেবীর সাজে আল্লু। শাড়ি ও সোনার গয়নার সঙ্গে গলায় ঝুলছে লেবুর মালা। আর হাতে রয়েছে বন্দুক। আসলে পুষ্পা নিখোঁজ, পুলিশ তাঁকে খুঁজছে। তাই হয়তো এই ছদ্মবেশ।
আসলে পুষ্পার সাফল্যের পর অনেকেই পরের পর্বের জন্য অপেক্ষায় ছিলেন। বিশেষ করে দক্ষিণের সিনেমা মহলে এই ছবির দ্বিতীয় পর্বকে ঘিরে উৎসাহ বাড়ছিল। শুক্রবার এই ছবির পরের পর্বের টিজার এবং পোস্টার সামনে আসতেই তা দ্বিগুণ হল।
তবে শোনা যাচ্ছে, পুষ্পা-টু-তে চিত্রনাট্যে বেশ কিছু অদল বদল করা হয়েছে। বদলানো হয়েছে বেশ কিছু চরিত্র।