গানের জগতে লতা মঙ্গেশকর অতুলনীয়। কিংবদন্তি গায়িকা আর নেই। কিন্তু হৃদয়ে থেকে যাবে তাঁর কালজয়ী গান । তাঁর কণ্ঠের জাদুতে মোহিত হয়েছে গোটা দুনিয়া। গানের মাধ্যমে ভেঙেছেন সব গণ্ডি। তাঁর জীবনের নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে শেয়ার করেছেন শিল্পী । সেখান থেকেই দেখে নেওয়া যাক কিছু অজানা ছবি।
১. ১৯৪২ সালে নবযুগ চিত্রপটের মারাঠি ছবি 'পাহিলি মঙ্গলা গাউর'-এর মাধ্যমে প্রথম বলিউডে পা রাখেন লতা । এই ছবিতে দাদা চান্দেকরের সুরে একটি গান আছে তাঁর।
২. এই ছবিতে মীনা কাপুর ও গীতা দত্তের সঙ্গে লতা মঙ্গেশকর
৩. সুরকার অনিল বিশ্বাস, নওশাদ আলি ও শচীন দেব বর্মনের সঙ্গে জুটি বেঁধে অনেক কাজ করেছেন লতা মঙ্গেশকর
৪. সুরকার অনিল বিশ্বাসের সঙ্গে এই ছবিতে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকরকে
৫. দেবানন্দ, রাজ কাপুর, লতা মঙ্গেশকর ও দিলীপ কুমার, একই ফ্রেমে চার কিংবদন্তি
৬. লতা মঙ্গেশকরের পারিবারিক ছবি। যেখানে বাঁ-দিক থেকে ডান দিকে আছেন, বোন উষা ও আশা, ভাই হৃদয়নাথ , আশার ছেলে আনন্দ, লতা, বোন মীনা, আশার মেয়ে ভরসা এবং তাঁর ছেলে হেমন্ত। ছবিটি ১৯৭৯ সালে বম্বেতে তোলা।
৭. লতা মঙ্গেশকরের ৯১তম জন্মদিনে আশা ভোঁসলে একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন। বাঁ-দিকে বসে আছেন লতাজি। তাঁর পিছনে বোন মীনা খাদিকর ও আশা ভোঁসলে দাঁড়িয়ে আছেন।
৮. ছোটবেলায় ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে লতা।
৯. প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে এক জন্মদিনে লতা মঙ্গেশকর
১০. পছন্দের দুই পোষ্য গুড্ডু ও বুড্ডুর সঙ্গে লতা মঙ্গেশকর । ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ছবি