দীর্ঘ দুই বছর । কোভিড (Covid) আতঙ্কে কেটেছে বিশ্ববাসীর । লকডাউন, হাসপাতালে একের পর এক রোগীর মৃত্যু, শ্মশানে দেহ পোড়ানোর লম্বা লাইন, সে এক ভয়ানক চিত্র । তারপর এল কোভিড ভ্যাকসিন । শুরু হল কোভিডকে হারানোর লড়াই । গোটা ঘটনা এবার উঠে আসবে সিনেমার পর্দায় । বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) পরবর্তী ছবি “দ্য ভ্যাক্সিন ওয়ার” (The Vaccine War) তৈরি হচ্ছে কোভিড নিয়ে ।
সমাজমাধ্যমে নতুন ছবির কথা ঘোষণা করেন পরিচালক । তিনি জানান, দীর্ঘসময় ধরে গবেষণা চলেছে । চিত্রনাট্য লিখতে ৩২০০ পৃষ্ঠা লেগেছে ! ৮২ জন লোক মিলে দিন-রাত ধরে গল্প লিখেছেন । বিবেক জানিয়েছেন, খুব শীঘ্রই শুটিং শুরু হবে । ২০২৩ সালের ১৫ অগস্টে মুক্তি পাবে ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’। দেশ জুরে বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, মালয়ালম-সহ ১১টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন, Disha Patani : দিশার জীবনে মনের মানুষ, টাইগারের পর কার প্রেমে পড়লেন অভিনেত্রী ?
করোনা পরিস্থিতিতে দেশজুড়ে যে টিকাকরণ কর্মসূচি চলেছে, তা নিয়ে নানাবিধ বিতর্ক এবং চ্যালেঞ্জ এ ছবির বিষয়বস্তু । দেশের বিজ্ঞানী এবং চিকিৎসকদের নিরন্তর লড়াইকে কুর্নিশ জানাবে এই ছবি । উল্লেখ্য, বছরভর ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কের মধ্যে থেকেছেন বিবেক । তবে এবার সেসব ভুলে নতুন ছবিতেই মন দিতে চাইছেন পরিচালক ।