ট্রেলারে কি আর সবটুকু বোঝা যায়? তবে ব্রাত্য বসুর নতুন ছবি 'হুব্বা' যে বাজার কাঁপাতে পারে, তার ইঙ্গিত কিন্তু ভালো রকম পাওয়া গেল ট্রেলারে। একদম অ্যাকশন প্যাকড ছবি৷ বাস্তবের এক গ্যাংস্টারের জীবন নিয়ে তৈরি ছবিতে মশলার অভাব নেই। খুনখারাপি, গ্যাংস্টার আর পুলিশের টক্কর, অন্ধকার জগতের হাজার কিসসা, যৌনতা- কী নেই!
এক সময় হুগলির ত্রাস হিসাবে পরিচিত ছিলেন শ্যামল দাস ওরফে হুব্বা শ্যামল। তাঁকে বলা হত হুগলির দাউদ ইব্রাহিম। খুন, তোলাবাজি, সন্ত্রাস থেকে শুরু করে কী না করেছেন তিনি! দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল তাঁর অপরাধের সাম্রাজ্য। এক সময় ভোটেও লড়তে চেয়েছিলেন।
২০১১ সালে এক খাল থেকে ৪৫ বছরের হুব্বা শ্যামলের মৃতদেহ উদ্ধার হয়। এই কুখ্যাত অপরাধীর জীবন নিয়েই ব্রাত্য বসুর ছবি 'হুব্বা'। গ্যাংস্টার শ্যামলের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সিআইডি অফিসারের ভূমিকায় ইন্দ্রনীল দাশগুপ্ত।
আগামী ১৯ জানুয়ারি রিলিজ করছে হুব্বা। এক সময় বাংলার অপরাধ জগৎ কাঁপিয়ে দিয়েছিলেন হুব্বা শ্যামল। তাঁর জীবন নিয়ে তৈরি ছবি বক্স অফিস কাঁপাতে পারবে কি না তা জানা যাবে কয়েকদিন পরেই।