ধারাবাহিকের টিআরপি তালিকা আসে প্রত্যেক বৃহস্পতিবার । তবে, এ সপ্তাহে গান্ধী জয়ন্তীর জন্য একদিন দেরিতে এল টিআরপি রেজাল্ট । আর এ সপ্তাহের টিআরপিতে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । শুরুতেই টিআরপি তালিকায় জায়গা করে নিল 'জল থই থই ভালবাসা' । তাহলে কি এবার পিছিয়ে গেল সূর্য-দীপা, জগদ্ধাত্রীরা ?
না, এ সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে অনুরাগের ছোঁয়া । প্রাপ্ত নম্বর ৯ । তবে, এবার প্রথমের থেকে দ্বিতীয়ের মধ্যে নম্বরের ফারাক অনেকটাই । চলতি সপ্তাহে যুগ্মভাবে দ্বিতীয় জগদ্ধাত্রী ও ফুলকি । সবাইকে চমকে দিয়ে সন্ধ্যাতারা উঠে এসেছে তিন নম্বরে । রেটিং ৭.৬ ।
চতুর্থ স্থানে নিজের জায়গা ধরে রেখেছে 'নিম ফুলের মধু' । এই প্রথম পাঁচে জায়গা করে নিল 'কার কাছে কই মনের কথা' । শুরুতেই বাজিমাত করেছে জল থই থই ভালবাসা । টিআরপি তালিকায় সপ্তম স্থানে রয়েছে অপরাজিতা আঢ্য-র ধারাবাহিক ।
ষষ্ঠ থেকে দশম হয়েছে যে ধারাবাহিকগুলি...
ষষ্ঠ- রাঙা বউ - (৭.০)
সপ্তম- জল থই থই ভালোবাসা - (৬.৯)
অষ্টম- তুঁতে (৬.৭)
নবম- লাভ বিয়ে আজকাল (৬.৬)
দশম- হরগৌরী পাইস হোটেল (৬.৫)
স্টার জলসায় নতুন ধারাবাহিকের প্রোমো এসেছে ইতিমধ্যেই । নাম 'তুমি আশেপাশে থাকলে'। এদিকে, শুক্রবার থেকেই জি বাংলায় শুরু হচ্ছে 'দাদাগিরি' ।