বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী ছবি 'জওয়ান'-এর (Jawan) প্রিভিউ মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে রীতিমত ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত দেখেছেন কয়েক কোটি দর্শক। এবার বাজারে এল নতুন খবর। প্রিভিউ-র শেষে মেট্রোর ভিতর 'বেকারার কারকে' (Beqarar karke) গানে শাহরুখকে (Shah Rukh Khan) নাচতে দেখা গিয়েছিল। সেই নাচের কোরিয়োগ্রাফ নাকি করেছেন কিং খান স্বয়ং!
সূত্রের খবর, শাহরুখ নিজেই মেট্রোর ভিতরের দৃশ্যে 'বেকারার কারকে' গানটি নেপথ্যে চালানোর পরামর্শ দিয়েছিলেন। শুধু তাই নয়, গানটির সঙ্গে তাঁকে যে নাচ করতে দেখা যাচ্ছে, সেটির কোরিয়োগ্রাফও করেছেন তিনি স্বয়ং। প্রিভিউ মুক্তি পাওয়ার পর ওই দৃশ্যটি ঝড় তুলে দিয়েছে!
আরও পড়ুন: 'জওয়ান-এ কি অরিজিৎ সিং-এর গান থাকছে', জবাবে রসিকতা করে শাহরুখ খান কী বললেন জানেন?
উল্লেখ্য, আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে অ্যাটলি কুমার পরিচালিত ও গৌরী খান প্রযোজিত রেড চিলিজ এন্টারটেনমেন্টের স্বপ্নের প্রোজেক্ট 'জওয়ান'।