বড়দিন তো চলেই এল। শীতও পড়েছে জাঁকিয়ে৷ বচ্ছরকার ছুটির দিনটায় কী প্ল্যান? সিনেমা দেখতে যাওয়ার কথা ভাবছেন? যেতেই পারেন কিন্তু৷ অপশন যে অনেক। বড়দিনের আগেই একসঙ্গে রিলিজ করছে চার-চারটে ব্লকব্লাস্টার সিনেমা।
বড়দিনে বড় পর্দায় আসছেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ পাঠান, জওয়ানের দারুণ সাফল্যের পর আগামী ২১ ডিসেম্বর রিলিজ করছে শাহরুখের নতুন ফিল্ম 'ডানকি'। ঠিক তার পরের দিন, ২২ ডিসেম্বর রিলিজ করছে প্রভাসের 'সালার'।
বছরের শেষ দিকরায় বাংলা ছবি দেখতে ইচ্ছে করছে? দেবের নতুন ছবি 'প্রধান' দেখতে পারেন৷ আর তাছাড়া দেখতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প অবলম্বনে সুমন ঘোষের ছবি 'কাবুলিওয়ালা'। রহমতের ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের মহাগুরু মিঠুন চক্রবর্তী।