মৃত্যুর কি কেবল একটাই রং, ধূসর? কেন? মৃত্যুর পর কেবলই শোক? চলে যাওয়া মানুষটাকে উদযাপনও তো করা যায়। সবাই পারেন না, কেউ কেউ পারেন। চুর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় তেমন-ই মানুষ। কোভিডে চুর্ণী মাকে হারিয়েছেন ঠিক এক বছর আগে। সেই শূন্যস্থান পুরণ হওয়ার নয়। তবু আর পাঁচজন যে ভাবে কাছের মানুষের মৃত্যুদিন পালন করেন, শিল্পীরা তাঁর থেকে একটু আলাদা হন।
কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে তাঁর শাশুড়িকে নিয়ে একটি পোস্ট করেছেন। দেখেই বোঝা যায় প্রিয় মানুষের চলে যাওয়ার শূন্যতা এখনও ভাল রকম কুঁড়ে খায় তাঁদের পরিবারকে। কিন্ত শাশুড়ির মৃত্যুদিনে বাজার থেকে ইলিশ এনেছেন কৌশিক। কালোজিরে বেগুন দিয়ে রান্না হয়েছে।
পোস্টে কৌশিক লিখেছেন এ যেন জামাই ষষ্ঠীর বিকল্প, ইলিশ ষষ্ঠী।
গত বছর করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন চুর্ণীর মা সুদিপ্তা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত শিক্ষিকার আকস্মিক প্রয়াণের খবরে থমকে গিয়েছিলেন তাঁর প্রাক্তন ছাত্রীরা। প্রয়ান দিবসেও সোশ্যাল মিডিয়াজুড়ে রইল শিক্ষিকার প্রতি ছাত্রীদের শ্রদ্ধার্ঘ্য।