প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastav Passes Away) । প্রায় এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন । অবশেষে হার মানলেন । দিল্লি (Delhi) এইমসে মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর (Raju Srivastav Death News) । মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের হাসাতেন যে রাজু, সেই হাসির জাদুকরের মৃত্যুতে চোখে জল অনুরাগীদের
১০ অগাস্ট জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু । সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি । তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর জিমের প্রশিক্ষকই । চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর । ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে । এরপর অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা । অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়েছিল । প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে শুরু করে । কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে আর ধরে রাখা গেল না । না ফেরার দেশে পাড়ি দিলেন কৌতুক অভিনেতা ।
১৯৬৩ সালে কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। কমেডিয়ান হওয়ার স্বপ্ন তাঁর বহুদিনের । কানপুরে কৌতুক শিল্পী হিসেবে জনপ্রিয় ছিলেন । কিন্তু, তাঁর লক্ষ্য ছিল বলিউড । ১৯৮০-র দশকে বলিউডে তিনি পা দিন । বেশ কয়েকটি সিনেমায় যেমন, 'ম্যায়নে প্যার কিয়া', 'বাজিগর', 'বোম্বে টু গোয়া' (রিমেক)-তে কাজ করেন তিনি । ২০০৫ সালে স্ট্যান্ড-আপ কমেডি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এর প্রথম সিজনে অংশগ্রহণ করেছিলেন । তারপর থেকেই আরও জনপ্রিয় হন রাজু ।
রাজনীতিতেও যোগ দিয়েছিলেন রাজু । ২০১৪ লোকসভার ভোটে কানপুর থেকে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন রাজু । সেই বছরই দল বদলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি ।