দাদাগিরি আনলিমিটেড (Dadagiri Unlimited Season 9) সিজন নাইনে আজ, শনিবার শ্রদ্ধাঞ্জলী পর্ব। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhya), ডিস্কো কিং বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) প্রতি শ্রদ্ধা জানানো হবে আজ। এই ত্রয়ীর মৃত্যুতে ভেঙে পড়ে ভারতীয় সঙ্গীত ও সিনেমা জগত। গানে, গল্পে, কথায় ফিরে দেখা হবে তাঁদের 'সঙ্গীত সফর'।
আরও পড়ুন: Montu Pilot 2 : নীলকুঠির রাজকুমার থেকে এবার রাজা মন্টু পাইলট ! প্রকাশ্যে সিজন টু-এ সৌরভের প্রথম লুক
'দাদাগিরি সিজন ৯'-এ শ্রদ্ধাঞ্জলী পর্বে মঞ্চে হাজির হবেন সঙ্গীত জগতের একাধিক নামী ব্যক্তিত্ব। থাকবেন অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, হৈমন্তী শুক্ল, শ্রাবণী সেন, শ্রীকুমার চট্টোপাধ্যায়। তাঁরা শোনাবেন অনেক অজানা গল্প। কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আর গান শোনা যাবে আজ।