সম্প্রতি ৮৩(83) এর স্ক্রিনিং হল মুম্বইতে। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনী নিয়ে তৈরি ছবি ৮৩। ছবির স্ক্রিনিং এ দেখা গেল রণভীর সিং (Ranveer Singh), দীপিকা পাদুকোন(Deepika Padukone) সহ একাধিক তারকা। তবে স্ক্রিনিংজুড়ে লাইমলাইটে থাকলেন দীপিকা।
একটি নেকলাইন কালো গাউন, সঙ্গে একটা নেকপিস। এই- ছিল দীপিকার সাজ, ছিমছাম। সারা শোয়েই চোখ ফেরানো গেল না দীপিকার থেকে। রণভীর এসেছিলেন সাদা স্যুটে।
আরও একবার দীপিকা-রণভীরের অফস্ক্রিন রসায়নে মজল ভক্তরা।
২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৮৩। কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণভীরকে, আর কপিলের স্ত্রী রোমির ভূমিকায় দীপিকা।