মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, সেপ্টেম্বরেই কোলে আসবে নবজাতক। এদিকে হবু মা দীপিকার বেবিবাম্প দেখার জন্য উদগ্রীব নেটিজেনরা। বিমানবন্দরে বহুবার ফ্রেমবন্দি হয়েছেন দীপিকা, কিন্তু তিনি যে প্রেগন্যান্ট তা দেখে বোঝার উপায় নেই। অনেকেই মনে করছেন রণবীর দীপিকা সারোগেসির সাহায্যে সন্তান নিচ্ছেন।
এখন হাতে কোনও কাজও নিচ্ছেন না তাঁরা। মাতৃত্বকালীন ছুটিতে নতুন একটি শখ জুটেছে দীপিকার। সেলাই করছেন হবু মা। এই এমব্রয়ডারির ছবি শেয়ার করে দীপিকা ক্যাপশনে লিখেছেন, ‘আশা করি এটা শেষ করে ছবি দিতে পারব’ । সবুজ, লাল সুতোয় গোলাপ এবং পাতার নকশা এঁকেছেন তিনি।
Jadavpur University: যাদবপুরের ক্যাম্পাসে রামনবমীর পুজো, অনুমতি প্রত্যাহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
উল্লেখ্য, ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রণবীর সিং ও দীপিকা পাডুকোণ । তারপর কেটে গিয়েছে ৬টা বছর । এর মধ্যে বেশ কয়েকবার তাঁদের সম্পর্ক ভাঙনের গুজবও রটেছে । যদিও সেসব গুজবে কান না দিয়ে চুটিয়ে সংসার করছেন তাঁরা । এবার দুই থেকে তিন হওয়ার পালা । উল্লেখ্য, দিন কয়েক আগে দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা । পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি । সুখবর শুনিয়েছেন বরুণ ধাওয়ানও ।