গত বছর কান চলচ্চিত্র মঞ্চে তাকে দেখা গিয়েছিল বিচারকের আসনে। ফিফার ফাইনালের মঞ্চও তাকে দেখেছে গোটা দুনিয়া। এবার অস্কারের মঞ্চে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাঁদের ওয়েবসাইটে ঘোষণা করেছেন অস্কার বিতরণকারীদের তালিকা, সেখানেই এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডনদের মতো ব্যক্তিত্বদের সঙ্গে একই তালিকায় জ্বলজ্বল করছে দীপিকার নাম। তালিকায় একমাত্র ভারতীয় তিনিই।
এই খবর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা নিজেই, সেখানেই অসংখ্য অনুরাগীদের পাশাপাশি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন স্বামী রনভির সিং এবং দীপিকার বোনও।
Shah Rukh Khan: মন্নতের দেওয়াল বেয়ে সোজা শাহরুখের ঘরে...তারপর কী হল দুই বাদশাহ-ভক্তের?
বক্স অফিসে পাঠান ঝড় এখনও অব্যাহত। বেশরম রং বিতর্কে দীপিকাকে নিয়ে ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক হয়েছিল তুমুল, সম্প্রতি সেই নিয়েও মুখ খুলেছেন দীপিকা।