পরিণীতি চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উদয়পুর পৌঁছলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে সেখানে গিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মন-ও।
পরিণীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাঘব চাড্ঢা। তিনি অরবিন্দের সহকর্মীও বটে। কারণ দুজনে একই রাজনৈতিক দলের সদস্য। ফলে রাঘবের বিয়েতে বিশেষ অতিথি হিসেব নিমন্ত্রিত অরবিন্দ। বিমানবন্দর থেকে বেরিয়েই ফটোগ্রাফারদের দিকে তাকিয়ে হাত নাড়েন অরবিন্দ। এবং সেখান থেকে সরাসরি অনুষ্ঠান মঞ্চের দিকে রওনা দেন।
Read More- রাঘব-পরিণীতির বিয়ে, উদয়পুরের প্যালেসে অতিথিদের ভিড়
রবিবার উদয়পুরের লীলা প্যালেসে রয়েছে বিয়ের অনুষ্ঠান। শনিবার রাতে রয়েছে সঙ্গীত অনুষ্ঠান। সেখানে যোগ দিতেই এদিন উদয়পুরে পৌঁছে গিয়েছেন অরবিন্দ এবং ভাগবন্ত। শুধু তাঁরাই নন, অনুষ্ঠানে যোগ দিতে সেখানে উপস্থিত হয়েছেন, DJ সুমিত সেট্টি, বি কে শিভানী সহ আপের একাধিক নেতা।