কিছুতেই যেন কাটতে চাইছে না জট। এবার অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুকাণ্ডের তদন্তে নেমে দিল্লির ব্যবসায়ী বিকাশ মালুর স্ত্রী সানভি মালুকে তলব করা হবে। এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। সতীশের মৃত্যুর কারণ হিসেবে আঙুল উঠেছিল বিকাশ মালুর দিকে। দিল্লিনিবাসী ব্যবসায়ী বিকাশ মালুর স্ত্রী অভিযোগ করেছিলেন , তাঁর স্বামী হত্যা করেছেন সতীশকে। সেইসঙ্গে ১৫ কোটি টাকা লেনদেনের প্রসঙ্গও তুলেছিলেন তিনি । যদিও সতীশের স্ত্রী এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছিলেন।
সানভির জবানবন্দি রেকর্ড করার জন্য সোমবার দুপুর ১১টা নাগাদ তাঁকে তলব করা হয়। কিন্তু সানভি আসেননি। উল্লেখ্য, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন সতীশ ।
৮ মার্চ, বৃহস্পতিবার রাতে হঠাৎ বুকে অস্বস্তি। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। তাঁর ময়নাতদন্তের রিপোর্ট বলছে, সতীশের হৃদ্যন্ত্রে সমস্যা ছিল । এছাড়া, সতীশেরও উচ্চ রক্তচাপ এবং মধুমেহ রোগ ছিল । প্রাথমিক রিপোর্ট বলছে, ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এই মৃত্যু হয়েছে তাঁর ।