'বাপ' এল ২০২৪-এ । আর নতুন বছরে আসছে ডাকাত । তাও আবার যে সে ডাকাত নয়, রঘু ডাকাত । ঠিকই ধরেছেন, কথা হচ্ছে দেব-কে নিয়ে । ২০২৪ অভিনেতার ব্লকবাস্টার বছর । 'খাদান', 'টেক্কা' উপহার দিয়েছেন টলিউডকে । শুধু সিনেমা নয়, রাজনৈতিক কেরিয়ারেও সফল বছর দেবের । ঘাটাল লোকসভা থেকে তৃতীয়বার সাংসদ হয়েছেন । গত বছরের শেষ দিনে তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ২০২৪-কে ধন্যবাদও জানান অভিনেতা । কিন্তু, ২০২৫ সালে টলিউডকে কী উপহার দেন অভিনেতা, সেই অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা । নতুন বছর পড়তে না পড়তেই বড় ঘোষণা করে দিলেন দেব । একটা নয়, নতুন বছরে দেবের ঝুলিতে কিন্তু দু'দুটো সিনেমা । পিছিয়ে নেই রুক্মিণী মৈত্রও । নতুন বছরে বড় চমক দিলেন অভিনেত্রী ।
নববর্ষের সকালে রঘু ডাকাত-এর নতুন পোস্টার লুক শেয়ার করেছেন দেব । ২০২১ সালে রঘু ডাকাতের ঘোষণা করেছিল এসভিএফ । মোশন পোস্টারে রঘু ডাকাত-রূপে দেখা গিয়েছিল অভিনেতাকে । খালি গায়ে ধুতি পরে খড়গ আর মশাল হাতে দেব সকলকে চমকে দিয়েছিলেন । তারপর থেকেই রঘু ডাকাতের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা । নতুন বছরে অপেক্ষা শেষ হতে চলেছে । ২০২৫ সালে পুজোর সময় মুক্তি পাবে রঘু ডাকাত । নয়া পোস্টারেও ঝড় তুলেছেন । দেখা গেল, কালো কম্বলে ঢাকা দেবের মুখের অর্ধেক অংশ, কপালে সিঁদুরের তিলক, চোখ যেন আগুন জ্বলছে । ক্যাপশনে দেব লেখেন, 'ঠিক যেমনটি বলেছিলাম, খাদান-এর পর, আসছে রঘু ডাকাত’। সঙ্গে পুজো ২০২৫।' ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং দেব ভেঞ্চার্স ।
নতুন বছরে আরও বড় চমক দিয়েছেন দেব । ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলেন বলে অ্যাকশনটা যে তিনি ভুলে যাননি, তা প্রমাণ করে দিয়েছেন খাদান-এ । তবে, অ্যাকশনে ফিরলেও ফ্যামিলিকে একেবারেই ভুলে যাননি দেব । নতুন বছরে দেবের বড় ঘোষণা প্রজাপতি টু । অভিজিৎ, অতনু আর দেবের জুটি কামব্যাক করছে ২০২৫-এ । গত বছর এই ত্রয়ীর কোনও সিনেমা মুক্তি পায়নি ঠিকই, তবে ২০২৫ সাক্ষ্মী থাকতে চলেছে তাঁদের নতুন প্রজেক্টের । এক্স হ্যান্ডেলে তিনজনের একসঙ্গে ছবি শেয়ার করে দেব লেখেন, ২০২৪ সালের কিছু না বলা গল্প বলবে ২০২৫ । প্রজাপতি টু-তে দেব তো থাকছেনই, মিঠুন চক্রবর্তী থাকবেন কি না এখনও জানা যায়নি ।
প্রযোজনার দিক থেকেও নতুন বছরে দেবের বড় প্রোজেক্ট বিনোদিনী : এক নটির উপাখ্যান । শুধু দেব নয়, রুক্মিণীর কেরিয়ারের অন্যতম স্পেশ্যাল প্রোজেক্ট । বছরের প্রথম দিনে সিনেমার নয়া পোস্টার শেয়ার করা হল । প্রকাশ্যে আনা হল রামকৃষ্ণের লুক । অভিনয় করছেন চন্দন রায় সান্যাল । পোস্টারে রামকৃষ্ণের লুকে তাঁকে চেনা দায় । পরনে সাদা ধুতি, গলায় পৈতে, পরমহংসের মুদ্রায় বসে অভিনেতা । ২৩ জানুয়ারি বড়পর্দায় আসতে চলেছে সিনেমা ।
নতুন বছরে রুক্মিণীর আরও একটা সিনেমা মুক্তি পাচ্ছে । ২০২৫-এর গরমেই আসছে হাটি হাটি পা পা । রুক্মিণীর সঙ্গে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে । বাবা-মেয়ের গল্প বলবে এই সিনেমা ।