তাঁরা এখন খুব 'কাছের মানুষ'। বলছি দেব (Dev) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কথা। জোর কদমে চলছে সিনেমার শেষ মুহূর্তের প্রস্তুতি। সোশ্য়াল মিডিয়ায় নতুন ছবির প্রস্তুতির ছবি শেয়ার করে নিলেন ইন্ডাস্ট্রি স্বয়ং। টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবও।
এবার পুজোয় মুক্তি পাচ্ছে 'কাছের মানুষ' (Kaccher Manush) । প্রথমবার পর্দায় একসঙ্গে দেব-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও (Isha Saha)। ফেব্রুয়ারির শেষেই 'কাছের মানুষ'-এর শুটিং শেষ হয়েছে।
Arun Laal : ক্লান্তি কাটাতে ২২ গজ থেকে অনেক দূরে, স্ত্রী বুলবুলের সঙ্গে তুরস্কে যাচ্ছেন অরুণ লাল