বিয়ে নয়, বিয়ের ট্রেলারে বাজিমাত করেছেন আম্বানিরা। তিনদিন ধরে জামনগরে বসেছিল দেশে বিদেশের তারাদের হাট। বিশ্বের তাবড় শিল্পপতি থেকে শুরু করে বলিউডের তারকা, আমন্ত্রিতদের তালিকায় বাদ নেই কেউ। যদিও বাংলা থেকে তেমন কোনও চোখে পড়ার মতো মুখ দেখা যায়নি। কিন্তু টলিপাড়ার এক অভিনেত্রী নাকি অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এ আমন্ত্রিত ছিলেন? সত্যি!
অভিনেত্রী সন্দীপ্তা সেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, সোনালি শাড়ি, সঙ্গে মামানসই গয়না, একেবারেই ট্র্যাডিশনাল সাজ। ছবির ক্যাপশনে অভিনেত্রী, তাঁর অনুরাগীদের বলেছেন, কোন ইভেন্টের জন্য এমন সাজ, তা গেস করতে। আম্বানিদের উদযাপনের পালা সদ্য শেষ হলেও তার রেশ এখনও সোশ্যাল মিডিয়াজুড়ে। স্বাভাবিক ভাবেই সন্দীপ্তার ছবির কমেন্ট বক্সেও এক অনুরাগী তেমনটাই আঁচ করেছেন।
তবে এসব নিছকই মশকরা। খুব সম্ভবত, শহরেরই কোনও এক ইভেন্টের জন্য, সন্দীপ্তার এক মোহময়ী সাজ।