অভিনেতা সানি দেওলের ছেলে করণ দেওলের বিয়ে। ধর্মেন্দ্রর নাতির বিয়ে বলে কথা, দেওল বাড়িতে সাজো সাজো রব। বলিউডের চাঁদের হাট বসেছে। সেখানেই পৌঁছে গিয়েছেন বাঙালি পরিচালক অনীক দত্ত? কানেকশনটা কি জানেন?
Joyjit Banerjee: 'না ফেরার দেশে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা', নিজের 'মৃত্যু সংবাদ' শেয়ার করলেন জয়জিৎ?
আসলে খ্যতনামা বাঙালি পরিচালক বিমল রায়ের নাতনি চিম্মু ভট্টাচার্যের মেয়ে দ্রিশার সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন সানি পুত্র। তবে দ্রিশার আরও একটি পরিচয় ও রয়েছে। সানির হবু বৌমা আবার বাঙালি পরিচালক অনীক দত্তের ভাগ্নী। ভাগ্নীর বিয়েতে মুম্বইয়ে হাজির হয়েছেন 'ভূতের ভবিষ্যত' এর পরিচালক।
১৩ তারিখ আইনি বিয়ে সেরেছেন জুটিতে৷ সানির হবু বউমা আসলে অনীক দত্তের তুতো ভাইয়ের মেয়ে। অনীক দত্তের বিয়ের আসরে একাধিক ছবি ভাইরাল হয়েছে। ছেলের বিয়েতে চুটিয়ে আনন্দ করেছেন সানি দেওল। নেচেওছেন হিন্দি গানে। সেই ছবি সামনে এনেছেন অনীক। আগামী ১৬ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। মুম্বইয়ের অভিজাত হোটেলে বসবে বিয়ের আসর।