বাংলা টেলিভিশনের জনপ্রিয় পরিচালক প্রযোজক সন্দীপ চৌধুরী প্রয়াত। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় পরিচালক। তাঁর আরও একটি পরিচয়, তিনি ছিলেন পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর।
এরাও শত্রু, বিদ্রোহিনী, রাঙ্গিয়ে দিয়ে যাও, ফেরারী মন, কন্যাদান সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালনা করেছেন প্রয়াত পরিচালক। চলতি বছরের অগাস্টেই মা জয়শ্রী চৌধুরীকে হারিয়েছিলেন সন্দীপ চৌধুরী।
Sumitra Sen Passes Away : 'আম্মা'-কে হারিয়ে শোকস্তব্ধ ইমন, 'একটা যুগের অবসান হল', বলছেন সৈকত মিত্র
বাংলা ইন্ডাস্ট্রিতে 'বাবু দা' হিসেবেই বেশি পরিচিত ছিলেন সদ্য প্রয়াত পরিচালক। তাঁর অকাল প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।