খাতায়-কলমে ভরা মাঘ, তাতে কী? টলিপাড়ার নায়িকার মনে বুঝি ভরা বসন্ত! দিতিপ্রিয়ার হাব ভাব তেমনই বলছে। সামনেই প্রেম দিবস, তার আগে প্রেমে পড়লেন ছোট পর্দার রাণী মা? সোশ্যাল মিডিয়ার ছবি দেখে তেমনটাই মালুম হয়।
সম্প্রতি একটি ভিডিও নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন দিতিপ্রিয়া। বারবার ফোন ঘাঁটছেন, যেন কিছুর অপেক্ষায়, আবার ডায়েরির পাতা খুলে চিঠি লিখতেও বসছেন। এসব কীসের আভাস? প্রেমে পড়ার? হবেও বা।
Siddharth-Kiara Lovestory: সামনেই বিয়ে, সিদ্ধার্থ-কিয়ারার রূপকথার শুরুটা হল কেমন করে, রইল তারই হদিশ
দিন কয়েক আগেই অবশ্য দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন সুহত্র মুখোপাধ্যায়ের সঙ্গে, ক্যাপশনে লিখেছিলেন 'ইটস অফিসিয়াল'। এখন সেটা পর্দার ঠিক কোন দিকের গল্প, এপাড়ের না ওপাড়ের, তা নিয়ে ধন্ধে অনেকেই।