আরজি করে চিকিৎসক ছাত্রীর খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা বাংলা। রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ তথা গোটা বিশ্বেই এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন শুভবুদ্ধিসম্পন্ন অসংখ্য মানুষ। স্বাধীনতা দিবসের মধ্যরাতে ‘রাত দখল’ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বাংলার মেয়ে বউরা। কিন্তু, অচিরেই সেই প্রতিবাদ কর্মসূচির মোড় ঘুড়িয়ে দেয় আরজি করের ঘটনা। বহিরাগতদের তাণ্ডবে ১৫ অগাস্টের রাতে রণক্ষেত্র হয়ে ওঠে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল।
এদিকে এই স্বাধীনতা দিবসের দিনে দুটি বাংলা ছবি নিয়ে মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। একটি রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির আঁচ পেয়ে ‘খাদান’ ছবির টিজারের মুক্তি পিছিয়ে দেন দেব, অন্যদিকে ‘বহুরূপী’র মুক্তিও পিছিয়ে দেন শিবপ্রসাদ। কিন্তু ১৫ অগাস্ট পূর্বপরিকল্পিত ভাবেই মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ছবি ‘পদাতিক’
সৃজিত সম্প্রতি জানান, তিনি প্রযোজকদের সঙ্গে ছবি পিছনো নিয়ে কথা বললেও নির্মাতারা রাজি হননি। কারণ, ছবিটা জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। এতে প্রবল অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলেও প্রযোজক জানিয়েছিলেন। তবুও বর্তমান পরিস্থিতি, এবং চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে সৃজিত বলেন, ‘‘আমার মনে হয়, শহর এই মুহূর্তে কোনও রকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই-ই। এই পরিস্থিতিতে তাঁরা যদি আমার ছবি না-ও দেখেন, আমার কোনও আপত্তি নেই।’’