দুর্গাপুজো (Durga Puja 2022) মানে যে শুধু নতুন জামা, খাওয়া-দাওয়া, তা নয় । পুজো মানেই গান (Puja Songs) । সাধারণত, প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে পুজোর গান কিংবা মিউজিক অ্যালবাম (Music Album) বের করেন গায়ক, সঙ্গীত পরিচালকরা । গানে গানেই তৈরি হয়ে যায় পুজোর আবহ । সেই আবহ তৈরি করেছেন পন্ডিত বিক্রম ঘোষ (Bickram Ghosh) । সঙ্গ দিচ্ছেন শোভন গঙ্গোপাধ্যায় (Sovan Ganguly)) ও ইমন চক্রবর্তী (Iman Chakraborty) । সম্পর্ক ভাঙার পর প্রথম পুজোর গানে একসঙ্গে গাইছেন শোভন-ইমন ।
বিক্রম ঘোষের পুজোর গানের নাম 'আবার এলে মাগো'। বন্ধু সুগত গুহর লেখা গানে সুর দিয়েছেন তিনি । সুরকার জানিয়েছেন, এই আগমনী গানের বিষয় আশা ও আনন্দের মিশ্রণে তৈরি । বিক্রম ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অনেক ভালবাসা দিয়ে আগমনী গানটা তৈরি করেছেন । তিনি চেয়েছিলেন গানটা শ্রুতিমধুর হোক । তাঁর কথায়, মেলোডির সঙ্গে গানের অন্তর্বর্তী যন্ত্রসংগীতের জায়গাগুলোতে কিছু উদ্দীপক যন্ত্রের ব্যবহার রয়েছে যা ছন্দের দিক থেকেও আকর্ষণীয় ।
আরও পড়ুন, Haami 2 : 'হামি টু'-এ নেই ভুটুবাবু, নতুন তিন খুদে সদস্যের সঙ্গে পরিচয় করালেন শিবপ্রসাদ
বিক্রম ঘোষের সুরে অনেকদিন পর আবার একসঙ্গে পাওয়া গেল ইমন চক্রবর্তী এবং শোভন গঙ্গোপাধ্যায় । শোভন ও ইমন ছাড়াও গান গেয়েছেন অর্ণব চক্রবর্তী, তৃষা চট্টোপাধ্যায়, ঋতি টিকাদার, নির্মাল্য রায় । নাই সিং এবং জে এস ইভেন্টসের প্রযোজনায় গানটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর, সোমবার ।