সম্পর্কে তৃতীয় কেউ এলে সাধারণত তা সুখের হয় না মোটেই। অথচ এদিকে তো রীতিমতো ঘটা করে উদযাপন চলছে দুর্নিবার-মোহরের ঘরে। ব্যাপার কী? এক্ষেত্রে তৃতীয় সদস্যের জন্যই যাবতীয় আয়োজন। ঘটা করে হল মোহরের সাধভক্ষণ অনুষ্ঠান। খুব শিগগির বাবা-মা হবেন দুর্নিবার-মোহর।
পুজোর আগেই যুগল জানিয়েছিলেন দুই থেকে তিন হচ্ছেন তাঁরা। গত বছরের প্রথমেই ঘটা করে বিয়ে সেরেছিলেন দুজন। সে সময় অবশ্য নানা কারণে সমাজমাধ্যমে ট্রোলের শিকার হন দুজনেই। তবে, তারপর থেকে বেশ মসৃণ কেটেছে দাম্পত্য।
সাধের ছবি সোশ্যাল মিদিয়ায় শেয়ার করেছেন মোহর, ওরফে ঐন্দ্রিলা সেন। হবু মায়ের গায়ে সোনালি পাড় সাদা সিল্কের শাড়ি, আর দুর্নিবার পরেছেন সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি।