২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সব জানতেন, জেনেশুনেই, প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর জালিয়াতির টাকা নিয়ে একরকম প্রতারণায় শামিল হয়েছেন নিজেও। দিল্লি হাইকোর্টকে জানিয়ে দিল ইডি।
সুকেশের সঙ্গে তাঁকে জড়িয়ে জারি হওয়া এফআইআরটি বাতিলের দাবি জানিয়ে আদালতে গিয়েছিলে জ্যাকলিন। অভিনেত্রীর আইনজীবী ED-এর হলফনামার জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন।
Noida Death: ইউটিউবারের পার্টিতে মদ্যপ অবস্থায় হুল্লোড়, মাথায় ঘুষির চোটে মৃত্যু যুবকের
ইডি স্পষ্ট জানিয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ কখনোই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ না করে তথ্য গোপন করেছেন। সুকেশের গ্রাফতারির পর নিজের মোবাইল থেকে সমস্ত ডেটা মুছে ফেলে প্রমাণ নষ্ট করেছেন।