পুজোর আর হাতে গোনা কয়েক দিন বাকি! এর মধ্যে ষষ্ঠী টু দশমীর কেনাকাটা সারা। শাড়ি-সালোয়ার-কামিজ কোনটা অষ্টমী কোনটা নবমী, সেই নিয়েই দিনরাত আলোচনা বন্ধুদের সঙ্গে। কিন্তু শপিং শেষ বলা যায় কি?
একদম না! পুজোর ক'দিন পোশাক যেমন কথা বলে, তার সঙ্গে যোগ্য সঙ্গত করতে থাকে গয়না। ভারী হোক, বা হালকা। মানানসই গয়না না পড়লে সাজটাই অসম্পূর্ণ থাকে। গড়িয়াহাটে কিন্তু এখন গয়নার দোকানেই সবচেয়ে বেশি ভিড়।
রকমারি দুল-হার-চুড়ি-আংটিতে ভরে গিয়েছে দোকান। বেশ কিছু দোকানে গাদাগাদি ভিড়, কোথাও আবার জোর কদমে চলছে দরদাম।
গয়না পরা কেন? আরও সুন্দর দেখাবে বলে? এ শহরের মা দুগ্গাদের আসলে গয়না লাগেনা। মেয়েদের- মায়েদের গয়না তো আসলে ওঁরা নিজেরাই। পুজোর ক'দিন সবই আসলে উদযাপনের উপলক্ষ্য মাত্র।