বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ।হাবে ভাবে স্মার্ট নন একেন বাবু। স্বভাবে বড়ই বিনয়ী। প্রবাদ প্রবচন গুলিয়ে এটা ওর ঘাড়ে ফেলছেন হরদম, লাজুক স্বভাব। অথচ মগজ চলে উশেইন বোল্টের গতিতে। এ হেন একেন বাবু এবার বাপি আর প্রমথকে নিয়ে যাচ্ছেন টুংকুলুং।
হইচই-তে খুব ৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তার নতুন রহস্যভেদের জার্নাল 'টুংকুলং-এ একেন: খুনের আগে খুনি খোঁজা' ৷ দুর্ভেদ্য জঙ্গলে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে হাজির হবেন অনির্বাণ চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায়রা।
একের পর এক ওয়েব সিরিজ ছাড়াও একেন বাবু দু দুটো গল্প নিয়ে কিন্তু বড় পর্দাতেও এসে গিয়েছে ইতিমধ্যে।