বাঙালির পয়লা বৈশাখের প্ল্যান তৈরি! এবারও বাংলার নতুন বছরে বড়পর্দায় মুক্তি পাচ্ছে একেন বাবু। এবার রহস্যের জট খুলবেন রাজস্থানে। রুদ্ধশ্বাস রাজস্থান-এর ট্রেলার মুক্তি পেল সদ্য। গেল শীতেই ছবির শুটিং হয়ে গিয়েছিল রাজস্থানে।
বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ। সাত সিজনের ওয়েব সিরিজের পর বড় পর্দাতেও হিট একেন। দার্জিলিং-এর পর এবার একেন রাজস্থানে ।
Partha Chatterjee-Arpita Mukherjee: ইশারায় বার্তা বিনিময়, চোখে চোখে কথা হল পার্থ-অর্পিতার
রাজস্থানে একেন বাবু! বালির শহর, উট, বাঙালি গোয়েন্দা...এত কিছুর পরেও 'সোনার কেল্লার' সঙ্গে তুলনা টানবেন না দর্শকরা? ট্রেলারেও সোনার কেল্লার প্রসঙ্গ বাদ দেননি পরিচালক। বোঝাই যাচ্ছে, বাঙালির নস্ট্যালজিয়াকে নতুন করে উস্কে দেবে একেন বাবুর নতুন ছবি।