বলিউডের সবচেয়ে বেশি আলোচ্য কাপলদের মধ্যে একেবারে প্রথম দিকেই তাঁরা। বলছি ফারহান আখতার (Farhan Akhtar) এবং শিবানি দন্ডেকারের (Shibani Dandekar) কথা। ১৯ তারিখ চারহাত এক হচ্ছে। তার আগে বৃহস্পতিবার ফারহানের বাড়ির ছাদেই হয়ে গেল হলদি-মেহেন্দি।
পাত্রের বাবা জাভেদ আখতার (Javed Akhtar)। তাই উদযাপনে শাবানা আজমি (Shabana Azmi) তো থাকবেনই। সর্ষে রঙের পোশাকেই ধরা ছিল তাঁর ঝলমলে মেজাজ। পাত্রী শিবানীর ছোটবোন অনুশা দন্ডেকর সেজেছিলেন ফ্রিল দেওয়া হলুদ শাড়িতে। শিবানীর খুব কাছের বন্ধু রিয়া চক্রবর্তীকেও দেখা গেল হলদির অনুষ্ঠানে।
জাভেদ-শাবানা-র খান্ডালার ফার্মহাউজেই শনিবার বিয়ে করছেন ফারহান-শিবানী। করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে বিয়ের আসরে নিমন্ত্রিতের তালিকা তেমন লম্বা হচ্ছে না। বিগত বেশ কয়েক দিন ধরেই একসঙ্গে থাকেন ফারহান এবং শিবানি। নিজেদের সোশ্যাল মিডিয়াতেও সম্পর্ক নিয়ে লুকোছাপা নেই তাঁদের।