গত সপ্তাহেই ফারহান আখতার (Farhan Akhtar) এবং শিবানী দন্ডেকরের (Shiban Dandekar) বিয়ের ছবি (Farhan-Shibani wedding photos) সোশ্যাল মিডিয়ায় (Social media) আসতে সাড়া পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সোনালি রঙের শেরওয়ানি পরেছিলেন ফারহান। ডিজাইনার অনামিকা খান্নার তৈরি প্যাস্টেল শাড়িতে সেজেছিলেন শিবানী।
আরও পড়ুন: সন্ধ্যা, লতা, বাপির স্মরণে 'দাদাগিরি সিজন-৯'-এ আজ শ্রদ্ধাঞ্জলী পর্ব
এবার সোশ্যাল মিডিয়ায় (Farhan Akhtar and Shibani Dandekar wedding photos) নতুন ছবি দিলেন এই যুগল। বিয়ের দিনের সূর্যস্নাত মুহূর্তের ছবিতে একে অপরকে আন্তরিকভাবে আলিঙ্গন করছেন। আরও যে ছবি তাঁরা শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে জাভেদ আখতার (Javed Akhtar), শাবানা আজমি (Shabana Azmi), হনি ইরানি, অনুষ্কা দন্ডেকরকে। তাঁদের নতুন এই ছবি দেখে উন্মাদনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে।
প্রসঙ্গত, জাভেদ আখতার এবং শাবানা আজমির খান্ডালার বাসভবনে গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে হয় ফারহান-শিবানীর (Farhan Akhtar and Shibani Dandekar wedding)।