শাহরুখ পত্নী গৌরী খানের (Gauri Khan) বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ । তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর (FIR against Gauri Khan ) দায়ের করা হয়েছে । মুম্বইয়ের এক বাসিন্দার অভিযোগ, তিনি মোটা অঙ্কের টাকা দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি বলে অভিযোগ । এরপরই গৌরী খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় লখনউয়ের সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন তিনি ।
মুম্বইবাসী যশবন্ত শাহের অভিযোগ, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের থেকে ৮৬ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন । নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি বলে অভিযোগ । এফআইআর-এ নাম রয়েছে ওই সংস্থার দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানির । তাহলে এখানে গৌরী খানের নাম কীভাবে আসছে । জানা গিয়েছে, ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ-পত্নী গৌরী খান । অভিযোগ, তাঁর দ্বারা প্রভাবিত হয়েই ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত । তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর উপরেও, দাবি যশবন্তের ।