ফুচকা, এগরোল, ঝালমুড়ি আর তেলেভাজা, কলকাতার রাস্তায় হাঁটার সঙ্গী হিসেবে কাকে বাছলেন দেব? এগরোল! আর এগরোলে কামড় দিয়েই কলকাতার অলিতে গলিতে চলল স্মৃতি হাতড়ানো। বলছি 'কাছের মানুষ' -এর প্রথম মুক্তি পাওয়া গান 'চুম্বক মন'-এর কথা। গান গেয়েছেন ঊষা উত্থুপ।
পুজোর ঠিক আগে মুক্তি পাচ্ছে তাঁদের ছবি, 'কাছের মানুষ'- (Kachher Manush)। ছবির অফিসিয়াল পোস্টার শেয়ার করেছেন দেব-প্রসেনজিৎ দুজনেই।
Parambrata Chatterjee: ফেলুদা পরমব্রত, তোপসে ঋতব্রত, ওটিটিতে আসছে 'গ্যাঙ্কটকে গণ্ডগোল'
জুলাই মাসে ছবির সব কাজ শেষ হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় 'কাছের মানুষুরতে প্রস্তুতির নানা ছবি শেয়ার করে নিলেন ইন্ডাস্ট্রি স্বয়ং। টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবও।
পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও (Isha Saha)। ফেব্রুয়ারির শেষেই 'কাছের মানুষ'-এর শুটিং শেষ হয়েছে।