গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ| ফুঁসছে একাধিক পাহাড়ি নদী | সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টি চলবে এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের| জলস্তর বাড়ছে একাধিক নদীর| উত্তরবঙ্গের একাধিক গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি | পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তপন ব্লকের দুই নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া ,সুতইল ,জিগাতলি, বাজরাপুকুর ,মনোহলি, শিবতলাসহ বিস্তির্ণ এলাকায় হাঁটু জল|
গত কয়েকদিন ধরে উত্তরের জেলায় জেলায় বৃষ্টি, দুর্যোগ থামার নাম করছে না| সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়। জল জমে গিয়েছে চাষের জমিতে| রাস্তায় জল জমে থাকার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন গ্রামবাসীরাও| যান চলাচলেও তৈরি হয়েছে সমস্যা|
স্থানীয় বাসিন্দারা রয়েছেন বেজায় আতঙ্কে| তাঁদের দাবি, বছর বছর টানা বৃষ্টি হলেই এই সমস্যার মুখে পড়েন| তাঁদের আশঙ্কা, যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জলস্তর এভাবে চলতে থাকলে আগামী দিনে বিস্তীর্ণ এলাকা প্লাবনের সম্ভবনা| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা চলমগ্ন হবার পরেও স্থানীয় পঞ্চায়েত কোনওরকম খোঁজখবর নেয়নি|
Radhika Merchant: আম্বানিদের বিয়েতে রাধিকা-নীতাদের শাড়ি পরানোর দায়িত্বে কলকাতার এই মহিলা
অন্যদিকে, উত্তরের তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা| ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীও| কালিম্পংয়ের রাস্তার অবস্থা তথৈবচ| একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ | পর্যটকদেরও প্রশাসনের তরফে সাবধান করা হয়েছে |