বাঙালি ফুটবলারের ময়দান জুড়ে দাপিয়ে বেড়াবার গল্প এবার দেখা যাবে রূপোলি পর্দায়। বাংলার ফুটবলার দিপেন্দু বিশ্বাসের জীবনকে এই পর্যায়ে তুলে ধরবেন পরিচালক শ্রী প্রীতম। আর ফুটবলারের চরিত্রে অভিনয় করবেন রোহান ভট্টাচার্য।
তিন প্রধানের হয়ে খেলেছেন ফুটবলার দিপেন্দু বিশ্বাস। এই মুহূর্তে মোহামেডান ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর। সিলভার স্ক্রিনে তাঁর জীবনচিত্র ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। ছবির নাম ''দীপু।
অনেকদিন ধরেই এই ছবি নিয়ে কথাবার্তা চলছিল। এরমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন রোহান। সকলকেই পাশে থাকার অনুরোধ করেছেন।
ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু করে ফেলেছেন রোহান। ফুটবলারের মত চেহারাও তৈরি করার চেষ্টা করছেন তিনি। কথা বলেছেন ফুটবলার দিপেন্দু বিশ্বাসের সঙ্গেও। রোহনকে এই মুহূর্তে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে দেখা যাচ্ছে। তবে, আগামিদিনে ছবি আর ওয়েবসিরিজে মনোযোগ দিতে চান বলেই জানিয়েছেন অভিনেতা।