আগামী শুক্রবার বাংলা ছবির জন্য একেবারে জমজমাট। একসঙ্গে রিলিজ করছে এমন দুটি ছবি, যাদের নিয়ে প্রত্যাশা তুঙ্গে। একটি রিলিজ করছে বড়পর্দায়। আরেকটি রিলিজ করছে ওটিটিতে।
বড়পর্দায় রিলিজ করছে 'হুব্বা'। একদা দক্ষিণবঙ্গের ত্রাস ছিলেন হুগলির হুব্বা শ্যামল। তাঁর জীবন অবলম্বনে পরিচালক ব্রাত্য বসুর ছবি 'হুব্বা'। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বাস্তবের 'হুব্বা'কে পর্দায় কতটা ফুটিয়ে তুলতে পারলেন ব্রাত্য এবং মোশাররফ, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।
Mumbai Metro: মাঝ পথে মেট্রো খারাপ! লাইন দিয়ে হাঁটতে হল যাত্রীদের
শুক্রবারই হইচইতে রিলিজ করছে রাইমা সেন এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'কলঙ্ক'। পরিচালনা অভিমন্যু মুখোপাধ্যায়ের৷ এই ছবিতে ঋত্বিক ও রাইমা স্বামী-স্ত্রী। তাঁদের সম্পর্কের টানাপোড়েন ছুঁয়ে এগোয় গল্প।