কবি বলেছিলেন, 'নামে কী আসে-যায় ?' সত্যিই কি তাই ? তাহলে কেন নাম পরিবর্তন করেন বলিউড জগতের তারকারা । বিনোদন জগতের তারকাদের নাম পরিবর্তন নতুন কোনও ঘটনা নয় । খ্যাতি, যশ, জনপ্রিয়তার জন্য নাম পরিবর্তন করেন তারকারা । বলিউডে এমন বহু তারকা রয়েছেন, যাঁরা অভিনয়জগতে কেরিয়ার শুরুর আগে নাম বদলে ফেলেছেন । সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন থেকে শিল্পা শেট্টি, কিয়ারা আডবানীরা । এডিটরজি বাংলার প্রতিবেদনে রইল এমনই ৮ বলিউড তারকার নাম ।
অমিতাভ বচ্চন
সত্তরের দশক হোক বা একুশ শতক...হিরো নং ওয়ান কিন্তু অমিতাভ বচ্চনই । তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কথা বলতে যাওয়া মানে ধৃষ্টতা। তিনি একজন লিভিং লিজেন্ড । ৮২ বছর বয়সেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন । বলিউডে শাহরুখ বাদশা হলে, অমিতাভ বচ্চন হলেন শাহেনশা । কিন্তু জানেন কি অমিতাভের আসল নাম কী ? ইনকিলাব শ্রীবাস্তব । হ্যাঁ ঠিকই শুনেছেন । এক বিখ্যাত কবি নায়কের বাবা-কে ইনকিলাব নাম পরিবর্তন করে অমিতাভ রাখার প্রস্তাব দেন । এছাড়া, অমিতাভ বচ্চনদের আসল পদবি শ্রীবাস্তব হলেও অভিনেতার বাবা লেখালেখির সময় ‘বচ্চন’ ছদ্মনাম ব্যবহার করতেন । ইনকিলাব শ্রীবাস্তব নাম বদলে রাখা হয় অমিতাভ বচ্চন ।
অজয় দেবগণ
বলিউডের প্রথম সারির অভিনেতাদের রয়েছেন অজয় দেবগণ । নব্বইয়ের দশকে কখনও রোম্যান্টিক হিরো হিসাবে, কখনও বা অ্যাকশন হিরো হিসাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অজয় দেবগণ । পরিচালনা, প্রযোজনায়ও হাত পাকিয়েছেন । অজয়ের আসল নাম কিন্তু বিশাল বীরু দেবগন । অভিনয় জগতে আসার আগে নাম বদলে হয়ে যান অজয় দেবগণ ।
রজনীকান্ত
দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত । শুধু দক্ষিণ নয়, তাঁর জনপ্রিয়তা সর্বত্র । তবে, জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে তিনি ছিলেন শিবাজী রাও । এক পরিচালক তাঁকে নাম পরিবর্তনের পরামর্শ দেন । তারপরই তিনি শিবাজী থেকে হয়ে যান রজনীকান্ত ।
সইফ আলি খান
মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের পুত্র সইফ আলি খান । বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা । তবে, জন্মের সময় সইফের নাম ছিল সাজিদ আলি খান । পরে পেশার খাতিরে নাম বদলে রাখেন সইফ ।
শিল্পা শেট্টি
নব্বইয়ের দশকে যখন মাধুরী, কাজল, করিশ্মাদের জাদু চলছে বলিপাড়ায়, সেইসময় আত্মপ্রকাশ শিল্পা শেট্টির । তবে, শিল্পার আসল নাম ছিল অশ্বিনী শেট্টি
তাব্বু
ইন্ডাস্ট্রি তাঁকে চেনে তব্বু নামেই । কিন্তু, অভিনেত্রীর আসল নাম তাবাসসুম ফতিমা হাশমি । অভিনয় জগতে তিনি শুধু তাব্বু ।
কিয়ারা আডবাণি
জানেন কি অন্য এক বলি অভিনেত্রীর সঙ্গে কিয়ারার আসল নামের মিল রয়েছে । সেই অভিনেত্রী আলিয়া ভাট । হ্যাঁ. ঠিকই ধরেছেন, কিয়ারার আসল নাম কিন্তু আলিয়া । ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না তৈরি হয়, সেই কারণেই আলিয়া থেকে কিয়ারা হয়ে যান অভিনেত্রী ।
জন আব্রাহাম
বলিউডের আরেক অভিনেতা জন আব্রাহামও তাঁর নাম পরিবর্তন করেছেন । পরিবর্তন বললে একটু ভুল হবে । জনের আসল নাম কিন্তু ফারহান । তবে, তাঁর বাবা জন বলে ডাকতেন অভিনেতাকে । পরবর্তীকালে ফারহান থেকে জন হয়ে যান অভিনেতা ।