Tele Serial Update : ফুলকি থেকে জগদ্ধাত্রী, পুবের ময়না থেকে আনন্দী...কোন সিরিয়ালে কী চলছে জানেন ?

Updated : Oct 28, 2024 14:34
|
Editorji News Desk

সকাল হোক সন্ধে, প্রতিদিন দর্শকদের মনোরঞ্জন করে চলেছে একাধিক ধারাবাহিক । বিনোদনের একাধিক মাধ্যম থাকলেও বেশিরভাগ দর্শকের কাছে ছোটপর্দার গ্রহণযোগ্যতা একটু বেশি । টিভি খুললেই যে প্রতিদিন প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পান । সেই সঙ্গে ভরপুর বিনোদন । সে যতই ধারাবাহিকে দেখানো হোক,  নায়কের দু'টো বিয়ে, কিংবা নায়িকার দু'জন প্রেমিক...সেইসঙ্গে শাশুড়ি-বৌমার কূটকচালি । বিনোদন জগতে এসব নিয়ে বারবার সমালোচনা ঝড় উঠলেও, মানুষ কিন্তু এগুলোই দেখতে ভালবাসেন । আসলে ধারাবাহিকের অভিনেতা বা অভিনেত্রীরা যেন অনেকটা আপন হয়ে ওঠে দর্শকদের কাছে । তাইতো, নায়ক-নায়িকার দুঃখে আমাদের কষ্টে বুক ফাটে । 

টিভিতে এখন হাজারও চ্যানেল, আর তাতে হাজারও ধারাবাহিক । কোন সিরিয়ালে কী চলছে, কৌতূহল তো থাকেই । নির্দিষ্ট সময়ে কোনও কারণে ধারাবাহিক দেখা না হলে, রিপিট টেলিকাস্ট তো আছেই । আবার এখন মোবাইলের দৌলতে আগাম এপিসোডও দেখে নেওয়া যায় । আজ আমরা জি বাংলার এমনই চার ধারাবাহিক নিয়ে কথা বলব, যা আপনাদের প্রিয় । কী চলছে ধারাবাহিকগুলিতে, আগামী দিনে কী ঘটতে চলেছে, কোন টুইস্ট আসতে চলেছে, দেখে নেওয়া যাক

পুবের ময়না

সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় জি বাংলায় দেখা যায় ধারাবাহিক । ওপার বাংলার ময়নার সঙ্গে এপার বাংলার ডাক্তারবাবুর জীবনের তার কীভাবে জুড়ে গেল, সেটা নিয়ে ধারাবাহিকের গল্প । যদিও, ডাক্তারবাবু ও ময়নার গল্প শুরু প্রেমে নয়, শুধুই তিক্ততায় । এক প্রকার বাধ্য হয়েই একে অপরকে বিয়ে করে তারা । কীভাবে তাঁরা কাছাকাছি আসবে ? সেই নিয়ে ধারাবাহিকের গল্প এগোবে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী ও ঐশানী দে । সিরিয়ালে গৌরবের নাম রোদ্দুর, আর ঐশানি দে-র নাম ময়না । 

ধারাবাহিকে দেখা গিয়েছে, গুঞ্জার সঙ্গে রোদ্দুরের বিয়ে হওয়ার কথা থাকলেও, বিয়ের দিন গুঞ্জা অন্য কারও সঙ্গে পালিয়ে যায় । সেইসময় মায়ের চাপে ময়নাকে বিয়ে করে রোদ্দুর । কিন্তু, বাড়ির সবার মন জিতলেও, রোদ্দুরের মনে জায়গা করে নিতে পারেনি ময়না । বিয়ের শুরুতেই ময়নাকে বেশ কিছু শর্ত দেয় রোদ্দুর । শর্তের উপরেই তাঁরা একসঙ্গে সংসার শুরু করে । এরই মধ্যে  দু'জনের মাঝে চলে আসে গুঞ্জা । ময়না ও রোদ্দুরের মধ্যে আরও দূরত্ব তৈরি করতে নানারকম ফন্দি আঁটতে শুরু করে । বর্তমানে কী চলছে ধারাবাহিকে ?

গুঞ্জারই ষড়যন্ত্রে ময়নাকে অবিশ্বাস করতে শুরু করে রোদ্দুর । যা মেনে নিতে পারেনি ময়না । বাবার সঙ্গে বাংলাদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় । রোদ্দুর একবারও আটকানোর চেষ্টা করেনি ময়নাকে । কিন্তু, মনে মনে রোদ্দুরও যে ময়নার প্রতি দুর্বল হয়ে পড়েছে, সেও তা বুঝতে পারেনি । ময়না বাংলাদেশ চলে যাওয়ার পরই কি রোদ্দুর বুঝতে পারবে মনের কথা ? সম্প্রতি, ধারাবাহিকের নয়া প্রোমোতে সেই ইঙ্গিতই মিলল ।

নয়া প্রোমো

জি বাংলার তরফে একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে পুবের ময়না ধারাবাহিকের । সেখানে দেখা গিয়েছে, বাংলাদেশে ফিরে গিয়েছে ময়না । অসুস্থ হয়ে পড়েছে সে । এদিকে, বাংলাদেশে ময়নার কাছে পৌঁছেছে রোদ্দুর । কিন্তু, ময়নার কাছে যেতে তাঁকে আটকায় গ্রামবাসীরা । লাঠি দিয়ে তাকে মারতেও যায়, সেইসময় ময়না এসে তাকে বাঁচায় ও অজ্ঞান হয়ে যায় । রোদ্দুরও 
ময়নাকে শক্ত করে আঁকড়ে ধরে । এবার কি তাদের মান-অভিমানের পালা মিটবে ? শুরু হবে নতুন প্রেমের গল্প ? তা জানতে আগামী পর্বগুলোতে চোখ রাখতে হবে । 

ফুলকি

সোম থেকে রবি, প্রতিদিন সন্ধে সাড়ে সাতটার সময় সম্প্রচারিত হয় ধারাবাহিক ফুলকি । মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বোস ও দিব্যাণী মণ্ডল । অভিষেকের চরিত্রের নাম রোহিত রায়চৌধুরী, যে ছিল এক বিখ্যাত বক্সার । কিন্তু, ষড়যন্ত্রের শিকার হয় রোহিত । স্ত্রী শালিনীও তাকে ছেড়ে চলে যায় । তারপরই বক্সিং ছেড়ে দেয় রোহিত । বাড়ির ব্যবসাতেই মন দেয় সে । এরপরই তার জীবনে আসে ফুলকি । বিয়ে হয় রোহিত ও ফুলকির । কিন্তু, একেবারেই বাধ্য হয়ে বিয়ে করেছিল তারা । তাদের গল্পটার শুরুটাও হয় তিক্ততার সঙ্গে । তবে, ধীরে ধীরে কাছাকাছি আসে তারা । শুরু হয় রোহিত-ফুলকি-র প্রেমের গল্প । 

যদিও, রোহিত-ফুলকির জীবনে কম কাঁটা আসেনি । কখনও শালিনী, কখনও ঈশিতা...আর রুদ্র তো সবসময় রোহিত ও ফুলকির ক্ষতি করার চেষ্টা করেছে । তবে, এবার রুদ্র-র সামনে বড় বিপদ । এবার সমস্ত পর্দা ফাঁস হবে রুদ্রর । নতুন প্রোমোতে সেই ইঙ্গিতই মিলল । কালীপুজোতেই আসছে নয়া টুইস্ট ।

নতুন প্রোমো

বর্তমানে ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে, দুর্গাপুজোর সময় রুদ্রকে কেউ মারার চেষ্টা করে । সে আর কেউ নয়, ঝিনুক । রুদ্রর উপর প্রতিষোধ নিতেই গুলি করে তাকে মারার চেষ্টা করে ঝিনুক । মিশমি দাস ঝিনুকের চরিত্রে অভিনয় করছে । টলিপাড়া সূত্রে খবর, ঝিনুকই ফুলকির হারিয়ে যাওয়া দিদি । নয়া প্রোমোতেই মিলল বড় টুইস্টের ইঙ্গিত ।

রুদ্রর উপর হামলার জন্য ফুলকিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ । পরে জামিনে মুক্তি পায় ফুলকি । এরপর কালীপুজোর সময়ই রুদ্রর সব মুখোশ খুলে যাবে । ফুলকি ধারাবাহিকের নয়া প্রোমোতে দেখা গিয়েছে, কালীপুজোয় ঢাক বাজাচ্ছে ফুলকি ।
অন্যদিকে আরতি করতে করতে নিজের মনের সব ইচ্ছে দেবীকে পূর্ণ করতে বলে রুদ্র। কিন্তু দেবী মূর্তির আড়াল থেকে বেরিয়ে আসে ঝিনুক! তাকে দেখে চমকে যায় রুদ্র। ফুলকি, ঝিনুককে সামনে এনে জানায়, রুদ্র তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করেছিল। তখনই ফুলকি জানায়, ঝিনুকই তার হারিয়ে যাওয়া দিদি । সবার সামনে রুদ্রকে চড় মারে ঝিনুক। এরপর কী হবে ? রুদ্র কি ধরা পড়বে ? মা কালী কি ফুলকি-র সঙ্গ দেবে ? আগামী পর্বতেই তার উত্তর মিলবে । 

জগদ্ধাত্রী

জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় জগদ্ধাত্রী । একটা সময় টিআরপি তালিকায় টানা কয়েক মাস বেঙ্গল টপার ছিল ধারাবাহিকটি । তারপর টিআরপি কমে গেলেও প্রথম তিন থেকে পাঁচের মধ্যে থাকে জ্যাস সান্যাল,স্বয়ম্ভূরা । জ্যাসের অ্যাকশন, একের পর এক ঘটনার রহস্য উদঘাটন, জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর রোম্যান্স ...সব মিলিয়ে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে জগদ্ধাত্রী ।

বর্তমানে কী চলছে ধারাবাহিকে ?

ধারাবাহিকে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী সন্তানসম্ভবা । এদিকে, একইসঙ্গে বড় রোগে ভুগছে জ্যাস । ডাক্তাররা বারবার তাকে জানিয়েছে, সময়ে অপারেশন না করলে, জগদ্ধাত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারে । কিন্তু, জগদ্ধাত্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাঁর সন্তান পৃথিবীর আলো দেখা না পর্যন্ত কোনও অপারেশন সে করবে না । 

এদিকে জগদ্ধাত্রী ও তাঁর সন্তানকে মারার জন্য ষড়যন্ত্র করেই চলেছে উৎসব, বৈদেহি মুখার্জিরা । জগদ্ধাত্রী কি শেষপর্যন্ত সুস্থ সন্তানের জন্ম দিতে পারবে ? নাকি মৃত্যু হবে জগদ্ধাত্রীর ? আগামী পর্বগুলোতেই জানা যাবে কোন টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে । 

এছাড়া, জি বাংলার 'আনন্দী','অমরসঙ্গী', 'মালাবদল' ধারাবাহিকগুলিতেও আসছে নানারকম টুইস্ট অ্যান্ড টার্ন । এদিকে, জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক পরিণীতা । 

Tele Serial

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন