নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার৷ ছবির অনেকখানি জুড়ে আছেন তিনি। ছবির নাম 'আমার বস'। কর্পোরেট সংস্থায় কর্মরত এক যুগলের সম্পর্ক ঘিরে এগোয় ছবির গল্প।
এই ছবিতে জুটি বেঁধেছেন টলিউডের জনপ্রিয় মুখ সৌরসেনী মৈত্র এবং গৌরব চট্টোপাধ্যায়। রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেও অভিনয় করেছেন ছবিতে। তবে ছবির গল্প নিয়ে বিশদে মুখ খুলতে নারাজ কেউই।
গৌরব ও সৌরসেনী এর আগে একসঙ্গে কাজ করেছে 'বাবা ও বেবি' ছবিতে। এটি তাঁদের দ্বিতীয় কাজ।
Mumbai Metro: মাঝ পথে মেট্রো খারাপ! লাইন দিয়ে হাঁটতে হল যাত্রীদের
জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। আপাতত কলকাতাতেই শুটিং চলছে। তবে পরে গোয়াতেও শ্যুটিং করা হতে পারে। রাখীর সঙ্গে কাজ করে রীতিমতো আপ্লুত গৌরব ও সৌরসেনী।