ভারতীয় পরিবারে এমনিই ছোট ছেলে হলে, সে হবে পরিবারের চোখের মণি, বাবা-মায়ের সবচেয়ে আদরের, এমন একটা অলিখিত নিয়ম আছেই। আম্বানি পরিবারও তার ব্যতিক্রম নয়। সে কথা প্রমাণ করলেন বর নিজেই। বাবা-মায়ের হাত ধরেই বিয়ের ভেন্যুতে পৌঁছেছেন অনন্ত।
১২ জুলাই, শুক্রবার বিকেল বিকেল অ্যান্টালিয়া থেকে বিয়ের ভেন্যুর দিকে ছাড়ল ফুলের চাদরে মোড়া এক রোলস রয়েস, তারই সামনের আসনে বসে বর অনন্ত। মায়ানগরীতে বিয়ের ভেন্যুতে অনন্তকে দেখা গেল মা নীতা আম্বানি এবং বাবা মুকেশ আম্বানির হাত ধরে। সপরিবারে সকলে ফ্রেমবন্দি করলেন 'হ্যাপি ফ্যামিলি'র ছবি।
অনন্তের গাড়ি ছাড়ার আগে ঢোল বাজিয়ে, মহাসমারোহে উদযাপন শুরু হল। বাজনার সঙ্গে সে কী নাচ! ভারতের সবচেয়ে ধনী পরিবারের ছোট ছেলে বিয়ে করতে যাচ্ছেন বলে কথা।
১২, ১৩, ১৪, ১৫, চারদিন ধরে চলবে নানা অনুষ্ঠান, বিয়ের রীতি রেওয়াজ। বিয়ের সকালেও নানা আচার ছিল, সে সবের নানা মুহূর্তেরছবিও সামনে এসেছে। চলতি বছরে অনন্ত-রাধিকার দু'দুটো প্রিওয়েডিং ছাড়াও এই সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয়েছে জমকালো হলদি-মেহেন্দি-সংগীত।