হিন্দি সংগীত জগতের সর্বকালের শ্রেষ্ঠ গীতিকারদের মধ্যে অন্যতম গুলজার। উর্দু ভাষার জন্য, সাহিত্য অ্যাকাডেমি , দাদা সাহেব ফালকে, পদ্মভূষণ, গ্র্যামি পুরস্কার ইতিমধ্যেই ঝুলিতে ভরেছেন গুলজার। এবার জ্ঞানপীঠ পেতে চলেছেন গুলজার। ১৭ ফেব্রুয়ারি জ্ঞানপীঠ কমিটি থেকে এই খবর জানানো হয়।
Suhani Bhatnagar: ভুল চিকিৎসার অভিযোগ, মাত্র ১৯-এই থামল পর্দার ববিতা ফোগাটের জীবন
উল্লেখ্য, চিরনবীন গুলজার, যার রচনা এখনও গুনগুন করে আট থেকে আশি। জীবনের নানা বাঁকে আমি আপনি সবাই গেয়েছি, কিমবা নিজের মনকে বলেছি, এক আকেলা ইস শহর মে, রাত মে, দিন পহর মে...' কিমবা 'তেরে মাসুম সওয়াল সে পরেশান হু মে'... গুলজারের কলম কিন্তু পরেশান হয়নি, এখনও সচল, এখনও জীবন্ত। আসলে তিনি কবিই। যে কবি শিখিয়েছেন, জীবনে সবটুকু পাওয়া যায় না, শুধু খুঁজে চলাটাই সুন্দর, ওটাই জীবন, থোড়া হে, থোড়ে কি জরুরত হ্যায়, জিন্দেগি ফিরভি ইয়াহ খুবসুরত হ্যায়'।