ফের শহর কলকাতায় উঠতি মডেলের রহস্যমৃত্যু (Model Death) । বাঁশদ্রোণী (Model Death in Bansdroni ) এলাকায় বহুতল থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ । সূত্রের খবর, মৃতার নাম পূজা সরকার । পুলিশের প্রাথমিক অনুমান,আত্মহত্যা করেছেন তরুণী । যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায় । গত ছ’মাস আগে বাঁশদ্রোণী থানার উল্টো দিকের বহুতলে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। এদিন, ওই ফ্ল্যাটের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পূজার দেহ। তাঁর গলায় গামছা জড়ানো ছিল।
স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে বাড়ি ফিরতেন পূজা। ওই ফ্ল্যাটে পূজা ছাড়াও থাকতেন আরেক তরুণী । মাঝেমধ্যেই দুই তরুণকেও আসা যাওয়া করতে দেখা যেত । রাতবিরেতে চিৎকার করতেও শোনা যেত তাঁদের । শনিবার রাতে, ফ্ল্যাটের একটি ঘরের দরজা বন্ধ করে দেন পূজা । অনেক ডাকাডাকির পরও সাড়া দেননি । এরপর দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয় । ওই তরুণীর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
মে মাসে ঠিক এভাবেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টিভি অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ । অভিযোগের আঙুল ওঠে লিভ-ইন-পার্টনার সাগ্নিক চক্রবর্তীর দিকে । ঘটনার তদন্তে উঠে আসে একাধিক তথ্য । গ্রেফতারও করা হয় সাগ্নিককে । এখনও এই ঘটনার তদন্ত চলছে ।পল্লবী দে-এর মৃত্যুর কয়েকদিনের ব্যবধানেই বিদিশা ও মঞ্জুষার রহস্যমৃত্যু হয় । কসবায় আরও এক উঠতি মডেল সরস্বতীর দেহ উদ্ধার ঘিরেও চাঞ্চল্য ছড়ায়।