এই মুহূর্তে তুমুল ভাইরাল সঞ্জয় লীলা বনসালির ‘হীরামান্ডি’ সিরিজের সাজগোজ, দৃশ্য, সংলাপ থেকে গান সবই। রিলিজের পর থেকেই চর্চায় মল্লিকাজান, বিব্বোজান, আলমগীররা। ৮ পর্বের দীর্ঘ সিরিজে ‘হীরামান্ডি’র গল্প তুলে ধরেছেন পরিচালক। দর্শকদের কৌতুলহল ছিলই আর এই সিরিজের সিক্যুয়েল আসবে কিনা।
Shah Rukh Khan New Look: গলায় স্কার্ফ, লম্বা খোলা চুল! আম্বানিদের বিয়েতে শাহরুখ 'যেন' জনি ডেপ
অবশেষে, জল্পনায় সিলমোহর দিল নেটফ্লিক্স। নেটফ্লিক্সের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করে জানানো হয়েছে, আসছে ‘হীরামান্ডি ২’। ১৯৪৭-এর পর থেকে ওই এলাকার মেয়েদের নতুন লড়াই শুরু হয়, মাথা উঁচু করে বাঁচার। এরপর বনসালির ‘হীরামান্ডি ২’ এর বিষয় হবে লাহোরের মেয়েরা কীভাবে মুম্বই বা কলকাতার সিনে দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় সিরিজের দেখানো হবে তাঁদের মাথা উঁচু করে বাঁচার গল্প।